ইঁদুর থেকে পরিত্রাণ পেতে যা করতে পারেন

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ১৪:২০

কেউ চায় না তার বাড়িতে ইঁদুরের ঘরবাড়ি তৈরি হোক। বই, জামাকাপড় থেকে শুরু করে খাবার সব শেষ করে ফেলবে । সাথে বাড়ি-ঘর নোংরা এবং দুর্গন্ধ হতে শুরু করবে। কোনো কিছুই আর নিরাপদ থাকে না এদের কারণে। বাড়িতে ইঁদুর বাড়লে প্রথমেই যা যা করতে পারেন দেখে নিন।


১. পুরো বাড়ি খুঁজে দেখুন


আগে পুরো বাড়ি খুঁজে দেখুন কোন জায়গা দিয়ে ইঁদুর ঘরে ঢুকছে। বাসায় ঢোকার দরজায় দেখুন কোনো ফাঁকা আছে নাকি। জানালা বা ঘরের  কোনা সব দেখুন। কোনো পথ নিশ্চই পেয়েছে তাই ইঁদুর ভেতরে ঢুকছে। সেটা আগে আটকানো দরকার। বিষয়টা জনা থাকলে বুঝতে পারবেন কোথায় ফাঁদ পাততে হবে।


২. ইঁদুর ঢোকার পথ বন্ধ করা


ইঁদুর কোন পথ দিয়ে ঢুকছে খুঁজে পেলেই সেই পথ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। সর্তকতার সাথে যে পথ বন্ধ করেছেন সেটা খেয়াল রাখেুন। ঠিক আছে কিনা।  


৩. পরিষ্কার রাখা


ইঁদুর ময়লার স্তূপ খুব পছন্দ করে। সেখানেই তাদের বাড়ি-ঘর তৈরি করে। ইঁদুর তাড়াতে হলে বাড়ি-ঘর পরিষ্কার রাখতেই হবে। পুরোনো জিনিস বা সেই সব জিনিস যেখানে ইঁদুর সহজেই লুকিয়ে থাকতে পারে সেগুলো ফেলে দিন। ময়লার বাসনে ঢাকনা দিয়ে দিন। প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলে দিন।  


৪. ফাঁদ 


ইঁদুর মারার বিষ ব্যবহার করা একটু বিপদজনক। কারণ বাড়িতে ছোট শিশু বা বয়স্ক মানুষ থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায়, বিষ খেয়ে ইঁদুর কোথায় মরে পড়ে থাকে গন্ধ বের না হওয়া পর্যন্ত জনাও যায় না। এ ক্ষেত্রে আপনি ইঁদুর মারার ফাঁদ পাততে পারেন। যে জায়গায় ইঁদুরের আনাগোনা বেশি সেখানে পেতে রাখতে পারেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও