ফ্লু, কোভিড, ডেঙ্গু নাকি নিউমোনিয়ার কারণে জ্বর বুঝবেন যেভাবে
ঋতু বদলের এ সময় অনেকেই ভুগছেন জ্বরে। শুধু ফ্লুর কারণেই নয়, কোভিড, ডেঙ্গু এমনকি নিউমোনিয়ার কারণেও হতে উচ্চ মাত্রার জ্বর। তবে এ সময় বেশিরভাগ মানুষই জ্বর হলেই ধারণা করে নিচ্ছেন, তা হয়তো কোভিড বা ডেঙ্গু।
আসলে উচ্চ মাত্রার জ্বরের কারণ হতে পারে নিউমোনিয়ারও। তবে নিউমোনিয়ার বিষয়টি অনেকেই অবহেলা করেন।
জানলে অবাক হবেন, বিশ্বব্যাপী এই রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর হাজারো মানুষ মারা যাচ্ছেন। তাই নিউমোনিয়ার কোনো লক্ষণকে অবহেলা করবেন না।
নিউমোনিয়া কি?
নিউমোনিয়ার কারণে ফুসফুসে সংক্রমণ ঘটে। ফলে মারাত্মক জটিলতার সৃষ্টি হয়। এই রোগে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ও উল্লেখযোগ্য মৃত্যুহার অনেক বেশি।
নিউমোনিয়া রোগীদের ক্ষেত্রে মৃত্যুর হার ১৪-৩০ শতাংশ বলে জানান ভারতের ফরিদাবাদের অমৃতা হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের পরামর্শক ড. রোহিত কুমার গর্গ।
নিউমোনিয়ার লক্ষণ কী কী?
নিউমোনিয়ার সাধারণ কয়েকটি লক্ষণ হলো- শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও কাশি। তবে এই লক্ষণগুলো সব সময় থাকে না।
এ বিষয়ে দিল্লির পাটপারগঞ্জের ম্যাক্স হাসপাতালের পালমোনোলজি পরিচালক ডা. প্রবীণ পান্ডে বলেন, ‘নিউমোনিয়ার লক্ষণগুলো খুব হালকা থেকে গুরুতর পর্যন্ত পরিবর্তিত হয়।’
‘কখনো কখনো আক্রান্তের মধ্যে শুধু সর্দি বা ফ্লুর মতো লক্ষণ থাকতে পারে। আবার বয়স্কদের মধ্যে বিভ্রান্তি, পরিবর্তিত মানসিক অবস্থা ও নিম্ন তাপমাত্রার মতো সমস্যা হতে পারে।