কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘরে নতুন আসবাব কেনার কথা ভাবছেন?

প্রথম আলো প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৩:৩১

বাড়ির কোনো একটি কোনাকে ঘিরে জড়ো হতে থাকে স্মৃতি। দিনের পর দিন এই জায়গায় বসে বই পড়া, খাওয়া অথবা পরিবারের সঙ্গে টিভি দেখা কিংবা সন্তানের সঙ্গে খুনসুটি। এ জায়গায় যে আসবাব থাকে, সেটির সঙ্গেও যেন একধরনের আত্মিক বন্ধন তৈরি হয়ে যায়। ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে আসবাবটির ছবিও চোখে ভেসে ওঠে। এভাবে শুধু প্রয়োজনই মেটায় না, নানা স্মৃতিও তৈরি করে আসবাব। একটি বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করা হয়, প্রায় প্রতিটি কাজের সঙ্গেই জড়িয়ে থাকে কোনো না কোনো আসবাব।


রুচি, ব্যক্তিত্ব, পরিবারের সদস্যসংখ্যা, তাদের বয়স—সবকিছু মাথায় রেখে আসবাব বেছে নেওয়া ভালো। সহজ, কার্যকর ও বহু ব্যবহারোপযোগী—এ ধরনের আসবাবেরই এখন কদর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও