You have reached your daily news limit

Please log in to continue


আধুনিক গৃহসজ্জায় বেতের নান্দনিক আসবাব

বেত দিয়ে আসবাব তৈরির ইতিহাস অনেক পুরনো। বেতের তৈরি আসবাব শিল্পের ইতিহাস ঘেঁটে এর নির্দিষ্ট কোনো সৃষ্টিকাল পাওয়া না গেলেও অনুমান করা হয়ে থাকে আদি চীনে ঝুঁড়ি বুনন থেকে এর শুরু। খ্রিষ্টপূর্ব ১০০০ এর দিকের মিশরীয় সমাধিস্থলগুলোতে বেতের চেয়ারের নিশানা পাওয়া যায়। উনবিংশ শতাব্দীতে ডাচ ও ইংরেজদের আসবাবে বেতের ব্যবহার পরিলক্ষিত হয়। আর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ক্যাফেগুলোতে বেতের চেয়ারের ব্যবহার হতো।

একটা সময় ছিলো যখন আমাদের দেশেও বেতের আসবাবের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। তখন ঘরের আসবাবপত্র বলতে প্রথমেই আসত বেতের কথা। বাড়িতে বইয়ের সেলফ, বসার মোড়া, সোফাসেট, খাট, অধিকাংশ আসবাবপত্রই ছিল বেতের। সাধারণ থেকে শুরু করে অভিজাত শ্রেণির মধ্যেও কদর ছিল বেশ। তবে কালের পরিক্রমায় বেতের আসবাবপত্রের ব্যবহার কমে গেলেও আধুনিক যুগে এসে গৃহসজ্জায় সৌখিনতার ছাপ ফেলতে আবারও বেতের আসবাবপত্রের ব্যবহার বেশ পরিলক্ষিত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন