ফুটবলীয় সংহতি এবং সম্প্রীতির বাতাবরণ
একটা কথা বহু প্রচলিত। বহু শ্রুত। বহু পঠিত। একজন মিডিয়াকর্মী হিসেবে যা আপনাকে ভাবাবে। পীড়া দেবে। আবার আপনাকেই সেটা মেনে নিতে হয় ’আধুনিক নিয়তি’ হিসেবে। মিডিয়ার কাছে খারাপ খবরের চেয়ে ভালো খবর আর নেই।’ দুর্ঘটনা, দাঙ্গা, মহামারী, বন্যা, যুদ্ধ- এসব তথ্যে মিডিয়া উপচে পড়ে!
কিন্তু গত দিনদশেক বাংলাদেশের গণমাধ্যমে অন্য একটা খবর দারুণভাবে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়। এই খবরের মধ্যে বাঙালির যে ফুটবল আবেগের স্রোত সেটা ভাসিয়ে দিয়েছে সমাজ-রাষ্ট্র-জনমানুষের মনকে। ফুটবলারদের একের পর এক সংবর্ধনা। পুরস্কারের ঘোষণা। এসব দেখে চিন্তার বৈকল্যে ভোগা মানুষগুলো আবার বলতে শুরু করেছেন, আবেগ ভালো। কিন্তু তার ওপর নিয়ন্ত্রণ থাকা আরও জরুরি। পরোক্ষভাবে তারা বলতে চান, ‘সোনালি রঙের একটা ট্রফি জিতেছে মেয়েরা! এবং সেটা দক্ষিণ এশিয়ার সেরাদের ট্রফি! এ আর তেমন কী!’ ঐতিহ্য, আভিজাত্যে ফুটবল মানচিত্রে এই ট্রফি যা চকচকে ঔজ্জ্বল্য ছড়ানো এমন কিছু হয়তো নয়। কিন্তু প্রেক্ষাপট বিবেচনা করলে অনেক কিছু।