বারবার বিদ্যুৎ বিপর্যয়ে সমাধান কী
ফের বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয় হলো। এক মাসের মধ্যে দ্বিতীয়বার। গত ৬ সেপ্টেম্বর সঞ্চালন ব্যবস্থা বিকল হলে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ বিদ্যুৎহীন হয়ে পড়ে। মাত্র ২৭ দিনের মাথায় মঙ্গলবার পূর্বাঞ্চলে দুর্ভোগ নেমে এলো। দুপুর থেকে রাত অবধি রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের অর্ধেক এলাকা ছিল বিদ্যুৎহীন। অঞ্চলভেদে ৪ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত সার্বিক জনজীবন ছিল দুর্বিষহ। বুধবার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। তবে দু'একটি এলাকায় রেশ রয়েই গেছে।
বর্তমানে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎসেবার আওতায়। জাতীয় গ্রিড হলো সর্বোচ্চ শক্তির সঞ্চালন লাইন। ৪০০ কেভি (কিলোভোল্ট) বা ২৩০ কেভি, এমনকি ১৩৩ কেভি লাইনগুলো সঞ্চালন লাইন হিসেবে ধরা হয়। এই সঞ্চালন লাইন পরিচালনার দায়িত্ব পালন করে সরকারি সংস্থা পিজিসিবি-পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। উচ্চ শক্তির সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় কম শক্তির লাইনগুলোতে। অর্থাৎ ৩৩ কেভি ও ১১ কেভিতে। এই কম শক্তির লাইনগুলোকে বিতরণ বা সরবরাহ লাইন বলা হয়। এই বিতরণ লাইন থেকেই বিভিন্ন শ্রেণির গ্রাহকদের কাছে সরাসরি বিদ্যুৎ বিক্রি করা হয়। ফলে জাতীয় গ্রিড বিকল হলে পুরো ব্যবস্থাই অচল হয়ে পড়ে।
- ট্যাগ:
- মতামত
- বিদ্যুৎ বিপর্যয়