You have reached your daily news limit

Please log in to continue


প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন: ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধান প্রত্যাশিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া চাকরিপ্রার্থীরা ১০ দিন ধরে রাজপথে আছেন। দিনে তাঁরা শাহবাগে অবস্থান নেন আর রাতে জাতীয় প্রেসক্লাবের সামনের ফুটপাতে ঘুমান। এরই মধ্যে দুদিন পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। চাকরিপ্রার্থীরা লাঠিপেটার শিকার হয়েছেন, যঁাদের মধ্যে বেশির ভাগই নারী।

প্রথম আলোর অনলাইন খবর অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শনিবারও রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তাঁরা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চাকরিতে যোগদান করেছেন। কিন্তু তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ আটকে যায় উচ্চ আদালতে নিয়োগবঞ্চিত কয়েকজনের রিটের কারণে। আদালত উল্লিখিত চাকরিপ্রার্থীদের নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করে দেন। এর পর থেকে তাঁরা লাগাতার আন্দোলন করে আসছেন।

আন্দোলনকারীরা রাজপথে কর্মসূচি পালনের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গেও বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, তাঁদের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে; কিন্তু আদালতের ওপর তাঁদের হাত নেই। সরকারের এই আশ্বাস আন্দোলনকারীদের মোটেই আশ্বস্ত করতে পারেনি। তাঁদের অব্যাহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন