কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুতিনের বেপরোয়া বক্তব্যের পরোয়া করে না যুক্তরাষ্ট্র: বাইডেন

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১৫:৪৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাঁর দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া হুমকির পরোয়া করে না। ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার পর এমন হুঁশিয়ারি দিলেন বাইডেন। খবর বিবিসির।


বিবিসির আজ শনিবারের খবরে বলা হয়, নতুন যুক্ত অঞ্চলগুলো রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহার করবেন বলে প্রচ্ছন্ন হুমকি দেন পুতিন। তিনি ঘোষণা দিয়ে বলেন, এসব অঞ্চল সব সময় রাশিয়ার অংশ থাকবে।


ন্যাটোর মহাসচিব জেনারেল জেনস স্টোলেনবার্গ নতুন অঞ্চল যুক্ত হওয়াকে অধিগ্রহণ উল্লেখ করে এটিকে যুদ্ধ শুরুর পরে সবচেয়ে গুরুতর ধাপ বলেছেন।


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেওয়া বক্তব্যে বলেছেন, খেরসন, জাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক তাঁদের জনগণ ও মাতৃভূমির সঙ্গে থাকার পক্ষে ভোট দিয়েছে। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি এসব এলাকায় অনুষ্ঠিত গণভোটের বিষয় উল্লেখ করেন। তবে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব এই গণভোটকে ভাঁওতাবাজি বলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও