মন সাফ করার ৫ দাওয়াই

প্রথম আলো প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪

১. এমনিতেই আমাদের মন নানা কিছু নিয়ে মেতে থাকে। আর সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে তা যেন মাত্রা ছাড়িয়ে গেছে। প্রতিনিয়ত আমরা এমন সব তথ্য ‘ভোগ’ করছি, যেকোনো অর্থেই যেগুলো অর্থহীন। এখান থেকে মুক্তি দেবে ‘আনফলো’ বাটন। যা কিছু আপনাকে ক্ষমতায়িত করে না, প্রয়োজনীয় তথ্য দেয় না বা অনুপ্রাণিত করে না—আনফলো করুন।


২. ‘বিয়িং সিলেকটিভ সোশ্যাল’ মানে কিন্তু অসামাজিক হতে বলা না। তবে নিজের গণ্ডি অপ্রয়োজনীয়ভাবে বড় করার কোনো মানে নেই। যেমন জীবনে একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট। আপনার দুজন থাকতে পারে, তিনজনও থাকতে পারে। তবে এর বেশি নয়। অযথা বন্ধুদের সঙ্গে রাতভর আড্ডা না দিয়ে সেই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে পারেন। আপনার অপ্রয়োজনীয় সামাজিক গণ্ডি যত ছোট রাখবেন, আপনার কাছের মানুষ, আপনজনদের সঙ্গে কোয়ালিটি সময় কাটানোর সম্ভাবনাও বাড়বে। নিজের সঙ্গে নিজের সম্পর্কটাও গভীর হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও