সিন্ডিকেটের দৌরাত্ম্য বনাম পণ্যের দাম বেঁধে দেওয়া

দৈনিক আমাদের সময় বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৩

আমাদের দেশে বাজারের ওপর সরকার বা সরকারের কোনো সংস্থার কোনো নিয়ন্ত্রণ নেই। বাজার ব্যবস্থাপনা বলে যে একটি বিষয় আছে, আমাদের দেশে এরও ঘাটতি প্রবল। বিশ্বের অনেক দেশেই পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরামূল্য লেখা থাকে। আমাদের দেশে তেমন ব্যবস্থা না থাকায় জিনিসপত্রের দাম নির্ধারণে কোনো শৃঙ্খলা থাকে না। এমনকি আমদানি করা পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও আমাদের দেশে উল্টো বেড়ে যায়। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠায় সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে। এই সিন্ডিকেট মানে আঁতাত করে দাম বৃদ্ধি করার জোটের সঙ্গে সরকারি মহলের থাকে যোগাযোগ ও সমঝোতা। ক্রেতা বা ভোক্তাদের পকেট কেটে তারা নিজেদের পকেট ভারী করে।


আন্তর্জাতিক বাজার, ডলার, সরবরাহ, পরিবহন খরচসহ নানা অজুহাতে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেন। ফলে নিম্নবিত্ত মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হঠাৎ করেই বাজারও গরম হয়ে ওঠায় মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষই ক্ষুব্ধ। এটি ঠিক যে, স্বাধীনতার ৫০ বছরে দেশে একটি ধনাঢ্য ও সম্পদশালী গোষ্ঠী গড়ে উঠেছে। জিনিসপত্রের দাম বাড়লে এই শ্রেণির মানুষের মধ্যে কোনো বিরূপতা তৈরি হয় না। কারণ তাদের আয়ের কোনো সীমা-পরিসীমা নেই। কিন্তু যারা কম ও নির্দিষ্ট আয়ের মানুষ- তাদের পক্ষে মূল্যবৃদ্ধির ধাক্কা সহ্য করা সহজ বিষয় নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও