![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmahabub-20220831092732.jpg)
দুটি পাতা একটি কুঁড়ির দুঃখ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শ্রমিকদের মজুরি নির্ধারণ করে দিয়েছেন ১৭০ টাকা। এর আগে তারা ১২০ টাকা করে পেতো। তারও আগে নিশ্চয়ই আরও কম পেতো তারা।
একটা বিষয়ে আমি কনফিউজ, মানে ধন্দে আছি। এই যে ১২০ টাকা মজুরি- সেটা কি প্রতিদিনের জন্য? নাকি প্রতি সপ্তাহের জন্য নাকি প্রতি ঘণ্টার জন্য? চা-শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে রাস্তায় নামার পর ওই সব অংকের দেখা মিললো, কিন্তু কোনো রিপোর্টেই উল্লেখ নেই ( হয়তো আমার চোখে পড়েনি) যে ওই ১২০ টাকা মজুরি প্রতিদিনের বা সপ্তাহের বা মাসের জন্য।