ব্যাচেলেটের সফর সাফল্য-ব্যর্থতার বিষয় নয়
অবসরপ্রাপ্ত কূটনীতিক মো. তৌহিদ হোসেন ২০০৬ থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ হাইকমিশন দিল্লি ও কলকাতা এবং দক্ষিণ আফ্রিকায় দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮১ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তৌহিদ হোসেনের জন্ম ১৯৫৫ সালে, নরসিংদীতে।
সমকাল: সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বাংলাদেশ সফর করে গেলেন। বিষয়টিকে কীভাবে দেখছেন?
তৌহিদ হোসেন: যতটুকু শুনেছি, মিশেল ব্যাচেলেট বাংলাদেশ সরকারের নিমন্ত্রণেই এসেছিলেন। এই সফরে তিনি বিশেষত গুম-খুন, বিষয়ে কথা বলেছেন। এটা স্বাভাবিক। কারণ দেশে গুম-খুন নিয়ে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে তিনি একটি স্বাধীন তদন্ত কমিটি তৈরি করে বিষয়গুলো পরিস্কার করার পরামর্শ দিয়েছেন। এখন তিনি যে পদে রয়েছেন; যেভাবে কাজ করে তাঁর সংস্থা, তাতে এটা ঠিকই আছে। তিনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ করেননি।