প্রধানমন্ত্রী ও তার সরকার স্থিতিশীলতা চান, তাই ভারতের সাহায্য চেয়েছি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী ও তার সরকার দেশে স্থিতিশীলতা বজায় রাখতে বদ্ধপরিকর, তাই এ ব্যাপারে ভারতের সাহায্য চেয়েছেন তিনি।
জিরো টলারেন্স টু টেরোরিজম নীতির জন্য আসামের মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর কথা উল্লেখ করে ভারতে গিয়ে এ নিয়ে সাহায্য চান বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন পররাষ্ট্রমন্ত্রী।
"আমি বলেছি, শেখ হাসিনা যদি সরকারে থাকেন, তাহলে স্থিতিশীলতা থাকে, আর স্থিতিশীলতা থাকলেই আমাদের উন্নয়নের মশাল থাকবে।
আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "উনি (আসামের মুখ্যমন্ত্রী) বলেছেন বাংলাদেশ কেন টেরোরিস্টদের জন্য একটি হাব। এরপর বলেন আসাম, মেঘালয়ে এখন সন্ত্রাসী তৎপরতা না থাকায় উন্নয়ন হচ্ছে, অনেক হাসপাতাল অনেক কিছুতে বিনিয়োগ হয়েছে।
"তো এজন্য ভারত সরকারকে বলেছি, আপনার মুখ্যমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা থাকায় স্থিতিশীলতা এসেছে, স্থিতিশীলতায় দুই দেশেরই মঙ্গল হচ্ছে"।