কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তি কি যুদ্ধ বন্ধের পূর্বাভাস

কালের কণ্ঠ ইউক্রেন নিরঞ্জন রায় প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৫:১০

সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পাদিত শস্যচুক্তি বিশ্বে এক ধরনের আশার সঞ্চার করেছে; যদিও খবরটি যেভাবে গুরুত্ব দিয়ে প্রচার করার কথা ছিল, সেভাবে হয়নি। এর পরও অনেকের মধ্যেই এক ধরনের আশা জাগিয়েছে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত শুক্রবার ইস্তাম্বুলে এই চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তি সম্পাদনের ফলে যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী যে খাদ্যসংকট দেখা দিয়েছে, তা কিছুটা লাঘব হবে বলেই বিশেষজ্ঞরা প্রত্যাশা করছেন।


এ কারণেই জাতিসংঘ সন্তোষ প্রকাশ করেছে এবং মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনকে এই চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন; যদিও পশ্চিমা বিশ্ব এখনো আনুষ্ঠানিকভাবে এই চুক্তির জন্য কোনো রকম প্রশংসা বা সাধুবাদ জানায়নি। তবে তারা কোনো রকম সমালোচনাও করেনি, বরং নীরব থেকেছে এবং সে ক্ষেত্রে নীরবতা যে সম্মতির লক্ষণ, তা স্পষ্টই উপলব্ধি করা গেছে। এই শস্যচুক্তি সম্পাদনের ফলে বিশ্বব্যাপী সৃষ্ট খাদ্যসংকট কতটা লাঘব হবে, তা ভবিষ্যৎ বলতে পারবে। এই চুক্তির গুরুত্ব অন্যত্র এবং সেটি যুদ্ধ বন্ধের আলামত কি না, তা নিয়েই এখন চলছে বিচার-বিশ্লেষণ। রাশিয়া ও ইউক্রেন সরাসরি যুদ্ধে লিপ্ত এবং যুদ্ধরত দুটি দেশ যখন নিজেরাই কোনো একটি বিষয়ে সম্মত হয় এবং এ ব্যাপারে চুক্তি সম্পাদন করে, তখন তার গুরুত্ব অপরিসীম এবং সেই চুক্তি যে সুদূরপ্রসারী ইঙ্গিতবহ, তাতে কোনো সন্দেহ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও