এই শহরের কি কোনও অভিভাবক নেই?

বাংলা ট্রিবিউন রাজন ভট্টাচার্য প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ২২:২৪

ইতিহাস ঐতিহ্যের শহর ময়মনসিংহ। বর্তমানে প্রাচীন এই নগরী বিভাগীয় শহর হিসেবে পরিচিত। যদিও অবকাঠামোগত দিক বিবেচনায় বিভাগীয় শহর বা সিটি করপোরেশনের মর্যাদা দেওয়ার মতো অবস্থা নেই। সময়ের কারণে কাঠামোগত উন্নয়ন ছাড়াই বড় রকমের মর্যাদা দেওয়া হয়েছে।


প্রশ্ন জাগবে মর্যাদা দেওয়ার পরেই তো উন্নয়ন হয়। পরিকল্পিতভাবে সবকিছু গড়ে ওঠে। এ কথাও মেনে নিলাম। মর্যাদা লাভের পর তা কি হয়েছে? ঢাকার মতোই নাগরিক নানা ভোগান্তির শহর ময়মনসিংহ। দেখলে মনে হবে এই শহরে কোনও অভিভাবক নেই। মেয়র নেই। প্রশাসন নেই। চারদিকে নেই আর অভাবের ধ্বনি।


পরিকল্পিত শহর গড়ে তোলার কোনও চিন্তা নেই। শহরজুড়ে এক ধরনের অরাজকতা, সংকট দিন দিন মাত্রা ছাড়াচ্ছে। কোনও কোনও সমস্যা নাগরিকদের জন্য মহা-অশান্তিরও কারণ হয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ তাহলে কি নাকে তেল দিয়ে ঘুমায়? এ প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়।


এই শহরকে সিটি করপোরেশন ঘোষণা দেওয়া হয় ২০১৮ সালের ১৪ অক্টোবর। ২০১৯ সালের পাঁচ মে অনুষ্ঠিত নির্বাচনে প্রথম সিটি মেয়র হিসেবে জয়লাভ করেন তরুণ রাজনীতিক মো. ইকরামুল হক টিটু। মাত্র তিন বছর দায়িত্ব পালন করছেন তিনি। অল্প সময়ে পরিকল্পিত নগরী কতটুকুই বা উপহার দিতে পারবেন? আকাশ-কুসুম কল্পনা করে লাভ নেই।


কথা হলো, এর আগে বহু বছর ‘ময়মনসিংহ’ পৌরসভা ছিল। পৌরসভা বা সমমর্যাদার প্রতিষ্ঠানের ইতিহাস একশত ৭০ বছরের বেশি। অথচ একটি পরিকল্পিত শহর গড়ে তোলার ভাবনা দীর্ঘ সময়েও কারও মাথায় আসেনি। নাকে তেল দিয়ে ঘুমাতে ঘুমাতে ময়মনসিংহ বস্তির নগরীতে রূপ নিয়েছে! আজ এখানে পরিকল্পিত শহর গড়ে তোলার ক্ষেত্রে হাজারো প্রতিবন্ধকতা। তবু হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও