এ বছর ১৩ বার উৎক্ষেপণ হলো ফ্যালকন ৯

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ১৭:১৭

চলতি বছরে ত্রয়োদশ বারের মতো কোনো একটি ‘ফ্যালকন ৯’ রকেট উৎক্ষেপণ করে সেটির সফল অবতরণ করিয়েছে ইলন মাস্ক নেতৃত্বাধীন স্পেসএক্স।


স্টারলিংক ইন্টারনেটের ৫৩টি স্যাটেলাইট নিয়ে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্স তাদের ফ্যালকন ৯ রকেটটি উৎক্ষেপণ করেছে ১৭ জুলাই, রোববার।


ফ্যালকন ৯ রকেটের প্রথম ধাপের ত্রয়োদশ উৎক্ষেপণের পাশাপাশি গত মাসেই নিজেদের কোনো রকেট পুনরায় ব্যবহারের রেকর্ড ভেঙেছে স্পেসএক্স।


মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর পরীক্ষামূলক ‘ডেমো-২’ অভিযান, ‘রাডারসাট’ অভিযান, ‘এসএক্সএম-৭’ স্যাটেলাইট ও নয়টি স্টারলিংক অভিযানে সাহায্য করেছে বুস্টারটি। --অভিযান বিবরণীতে বলেছেন স্পেসএক্স মুখপাত্ররা।


প্রযুক্তিবিষয়ক সাইট স্পেস ডটকম বলছে, রকেটের বুস্টারটি সম্ভবত আবার উৎক্ষেপিত হবে। উৎক্ষেপণের নয় মিনিটের কিছু কম সময় পর এটি আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে থাকা স্পেসএক্সের ড্রোনশিপে অবতরণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও