স্মার্টওয়াচের বেল্ট থেকেও হতে পারে ক্যানসার, বলছে গবেষণা
স্মার্টওয়াচ এখন বেশ জনপ্রিয় একটি ডিভাইস। ছোট-বড়, নারী-পুরুষ সবার পছন্দের তালিকায় আছে এটি। শুধু যে সময় দেখা, কিংবা এর নানান ফিচার আকর্ষণের কারণ তা কিন্তু নয়। ফ্যাশনেও এখন স্মার্টওয়াচ যুক্ত হয়েছে। বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচ আছে বাজারে।
তবে স্মার্টওয়াচ একদিনে যেমন আপনার স্বাস্থ্যের অবস্থা সারাক্ষণ আপডেট দিচ্ছে। আপনার রক্তের অক্সিজেনের পরিমাণ, হার্টবিট, প্রেশার সবকিছু একটু এদিক সেদিক হলেই জানান দিচ্ছে স্মার্টওয়াচ। এমনকি শরীর ঠিক রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুম, তারও খেয়াল রাখে স্মার্টওয়াচ।
তবে স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে স্মার্টওয়াচ, এমনটাই উঠে এসেছে গবেষকদের গবেষণায়। বছরখানিক আগে একটি গবেষণায় জানা গিয়েছিল যে বিভিন্ন স্মার্টওয়াচ এবং ফিটনেস ব্র্যান্ডের স্ট্র্যাপ থেকে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে শরীরে।
এবার একই রকম একটি গবেষণা থেকে জানা গিয়েছে স্মার্টওয়াচের সঙ্গে যে স্ট্র্যাপ থাকে সেগুলোতে ক্ষতিকারক পিএফএইচএক্সএ অ্যাসিড থাকে যা কি না ক্যানসারের কারণ হতে পারে। এই পিএফএইচএক্সএ আসলে এক ধরনের বিপজ্জনক রাসায়নিক যাকে ‘ফরেভার কেমিক্যাল’ বলা হয় অর্থাৎ এগুলো কোনো অবস্থাতেই বিনষ্ট হয় না, আর এগুলো শরীরে দীর্ঘ সময় থাকলে ক্যান্সার দেখা দিতে পারে।