শিশু হত্যার জেরে আলবেনিয়ায় এক বছর নিষিদ্ধ টিকটক
এক বছরের জন্য জনপ্রিয় সোশাল মিডিয়া অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া।
নভেম্বরে দেশটিতে এক শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব সম্পর্কে উদ্বেগ সৃষ্টি হওয়ার পর শনিবার নিষেধাজ্ঞা এল বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা দেশজুড়ে অভিভাবক গোষ্ঠী ও শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর বলেন স্কুলগুলো আরও নিরাপদ করতে বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে নিষেধাজ্ঞাটি আগামী বছরের শুরুতে কার্যকর হবে।
“এক বছরের জন্য আমরা অ্যাপটি সবার জন্য পুরোপুরি বন্ধ করে দেব। আলবেনিয়াতে কোনো টিকটক থাকবে না।” – বলেছেন রামা।
ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি, নভেম্বরে ১৬ বছরের কম বয়সী শিশুদের এমন অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া, যা এ খাতের অন্যতম কঠিন নিষেধাজ্ঞা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নিষিদ্ধ
- শিশু হত্যা
- টিকটক