কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মূল্যস্ফীতি ও বাণিজ্যের ভারসাম্যহীনতা

বাংলা ট্রিবিউন প্রণব মজুমদার প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ১৯:০৪

সরকার সবই পারে কিন্তু বাজারে হারে! ক্রমবর্ধমান পণ্য বাজারের মূল্য পরিস্থিতি নিয়ে সম্প্রতি কলামে এমন মন্তব্য করেছেন সাংবাদিক এক নেতা। ক্ষমতাসীন দলের অনুসারী জ্যেষ্ঠ সেই সাংবাদিক নেতা বাজারে গিয়ে দ্রব্যের উচ্চমূল্য দেখে বিস্মৃত হয়েছেন। অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি। জ্যামিতিক হারে বেড়ে যাওয়া নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সেই সকরুণ চিত্র তুলে ধরেছেন জাতীয় একটি দৈনিকের মতামত কলামে। 


আমিও তা-ই বলি– সরকার বাজারে হারে। বাজার ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, খাদ্য অধিদফতর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশসহ (টিসিবি) অন্যান্য দফতর বাজার নিয়ন্ত্রণে ঠুঁটো জগন্নাথ। ক্রেতার স্বার্থরক্ষায় এসব প্রতিষ্ঠান নিয়মিত বাজার মনিটরিং করে না বলেই বাজার অস্থিতিশীল থাকে। যার প্রভাব মূল্যস্ফীতিতে আমরা দেখতে পাই। অতি মুনাফালোভী ব্যবসায়ীদের সিন্ডিকেশন দেশে কোনও সরকারই ভাঙতে পারেনি। বাজার অস্থিতিশীল করায় গোষ্ঠীবদ্ধ মজুতদার হোতাদের জরিমানা ছাড়া দৃষ্টান্তমূলক বিচার এ দেশের জনগণ কোনোদিন দেখেনি। 


এর অন্যতম একটি কারণ দলীয় প্রভাব, নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি। প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণে সচল হলে কিছু দিন সংশ্লিষ্ট দফতরের নিয়োজিত লোকজন নড়েচড়ে বসেন। তারপর সেই আগের অবস্থা! আমার মতো সীমিত আয়ের ব্যক্তি যারা নিয়মিত বাজার করেন, তারা বোঝেন ঘর্মাক্ত শরীরের অতিরিক্ত মন যন্ত্রণা। ১০ টাকা মূল্যের নিচে কোনও খাদ্যপণ্য নেই। রাস্তার ভিক্ষুক রুটি খাবে বলে এখন ২০ টাকা চায়!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও