![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fnadis-20220709175026.jpg)
আড়াই মিনিটের গান নিয়ে এলেন নাহিদ হাসান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৭:৫০
কথাসমৃদ্ধ, মানসম্পন্ন গান নিয়ে কয়েক বছর ধরেই লড়ছেন নাহিদ হাসান। তরুণ-মেধাবী এই শিল্পী ইতোপূর্বে বেশ কয়েকটি গান উপহার দিয়েছেন। এর মধ্যে ‘তোমার পিছু ছাড়ব না’ শিরোনামের গানটি ছাড়িয়েছে কোটির মাইলফলক।
এছাড়া ‘শুকনো গোলাপ’ শীর্ষক আরেকটি গান দিয়ে সংগীতাঙ্গনের মানুষের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি।