এবার রটরড্যাম উৎসবেও জামদানির ফিউশনে জয়া আহসান

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৮

বেশ ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। আজ ঢাকা তো কাল কলকাতা, আবার পরশু নেদারল্যান্ডস-এভাবেই যেন চলছে তার সময়।


সাম্প্রতিক সময়ে বাংলার ঐতিহ্য জামদানিকে ফিউশন আঙ্গিকে উপস্থাপন করে বেশ কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তবে কেউ কেউ আবার এর জন্য প্রশংসাও করেছেন।


এবার ফের জামদানির ফিউশন নিয়ে হাজির হলেন জনপ্রিয় এই তারকা। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসব নেদারল্যান্ডসের রটরড্যাম শহরে অনুষ্ঠিত ‘রটরড্যাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’-এ বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়ছে তার অভিনীত কলকাতার সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’। এই সিনেমার প্রদর্শনীতেই নতুন রূপে জামদানি ফিউশন পরে উপস্থিত হন।


সেখানে পৌঁছে আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন। যেখানে তাকে দেখা গেছে জামদানি ফিউশন শাড়িতে। এদিন তিনি বেছে নিয়েছেন পেস্টাল রঙের শাড়ি ও ফুলহাতা ব্লাউজ। গলায় হালকা কয়েক লহরের নেকপিচ, চুলগুলো এলো করে বাঁধা খোঁপা আর মিনিমাল মেকাপে ভীষণ স্নিগ্ধ লাগছে এ তারকাকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও