কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭

গুনী নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। এর প্রিমিয়ারে অংশ নিতে যাওয়ার সময় মারা গেছেন নন্দিত অভিনেতা আহমেদ রুবেল। মৃত্যুর দুই দিন পরই ৯ ফেব্রুয়ারি রুবেলকে উৎসর্গ করে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। দেশে মুক্তির পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার দর্শক সিনেমাটি দেখতে পাবে। এমনটি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ।


প্রতিষ্ঠানটি জানায়, ১৬ ফেব্রুয়ারি হয়টস-এর ব্যাঙ্কসটাউন হলে এবং ১৮ ফেব্রুয়ারি রোববার ক্যাম্পবেলটাউন-এর ডুমারেস্ক স্ট্রিট সিনেমাতে দেখানো হবে সিনেমাটি। অস্ট্রেলিয়ার সিনেমার প্রদর্শনীর সময়সূচি বঙ্গজ ফিল্মসের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।


এই সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর নানা জটিলতা কাটিয়ে মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’। মুক্তির আগে সিনেমাটি গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও