You have reached your daily news limit

Please log in to continue


এবার পপিকে নিয়ে যা বললেন ওমর সানী

দীর্ঘদিন ধরেই নিখোঁজ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিক পারভিন পপি। সম্প্রতি তিনি পারিবারিক জমিসংক্রান্ত বিবাদে প্রকাশ্যে আসেন। বাবার জমি একাই ভোগ করতে চান পপি এমন অভিযোগ করে থানায় জিডি করেছে তার পরিবারের সদস্যরা। সেই সংবাদে এখন ভাইরাল পপি।

সম্প্রতি অভিনেত্রী পপির বিরুদ্ধে ভাই-বোনদের বঞ্চিত করে বাবার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তার নামে স্থানীয় থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন, বিষয়টি নিশ্চিত করেছেন পপির মা ও বোন। জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গসহ সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভিনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

এদিকে জমিসংক্রান্ত বিবাদে সহকর্মীরাও কথা বলছেন অভিনেত্রীকে নিয়ে। চলচ্চিত্রে পপির যাত্রা শুরু হয়েছিল ‘কুলি’ সিনেমার মাধ্যমে। এ ছবিতে তার বিপরীতে ছিলেন ওমর সানী। এবার তিনিও নিজের ফেসবুকে লিখলেন পপিকে নিয়ে।

সানীর ভাষ্য, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান। যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা। কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অব্দি। আল্লাহ তোকে ভালো রাখুক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন