ক্যানসার নিরাময়ের ভুয়া দাবি, বিতর্কিত ইনফ্লুয়েন্সারকে নিয়ে সিরিজ

প্রথম আলো প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১১

আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারের অভাব নেই। কী খেলে কী হবে, কোন রোগ কিসে সারবে, এমন অনেক কিছুই বলে দেন তাঁরা। এসব ইনফ্লুয়েন্সারের অনেক অনুসারী। যাঁদের কেউ কেউ এসব কথা যাচাই-বাছাই না করেই বিশ্বাস করেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের সব বিশ্বাস করলে কত বড় বিপদ হতে পারে, সে বার্তা দিতেই নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘অ্যাপল সিডার ভিনেগার’। গত ৬ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই আলোচনায় ছয় পর্বের সিরিজটি।  


বিতর্ক কী নিয়ে


অস্ট্রেলিয়ান ইনফ্লুয়েন্সার বেল গিবসনের নাম অনেকে শুনে থাকবেন। এই তরুণী আলোচনায় আসেন একটি মোবাইল অ্যাপকে কেন্দ্র করে, পরে লেখেন রান্নার বই। অনুসারীদের কাছে বেল পরিচিত ছিলেন ‘স্বাস্থ্য সুরক্ষার গুরু’ হিসেবে। যেকোনো অসুখের বিকল্প চিকিৎসা, স্বাস্থ্যকর খাবারসহ জীবনযাপন নিয়ে পরামর্শ দিতেন তিনি। একবার এই বেল দাবি করেন, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

চিকিৎসকেরা বলে দিয়েছিলেন, হাতে মাত্র চার মাস সময়। বেল শুরুতে কেমোথেরাপি নেন, পরে রেডিওথেরাপি; কোনোটিই কাজে আসেনি। পরে প্রাকৃতিক ও বিকল্প ওষুধ গ্রহণ, ডায়েট, ব্যায়ামের মধ্যমে ক্যানসারমুক্তি হয়েছেন। স্বভাবতই অস্ট্রেলিয়াজুড়ে তোলপাড় শুরু হয়। সবাই তাঁর বিকল্প জীবনধারা নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। হাজারো ক্যানসার রোগী তাঁর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ২০১৫ সালের মাঝামাঝি জানা যায়, বেলের সব দাবি ভুয়া। তিনি আসলে প্রতারক। অর্থ আর খ্যাতির লোভে পড়ে এমন সংবেদনশীল বিষয় নিয়ে মিথ্যা দাবি করেন তিনি। পরে বেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়, করা হয় মোটা অঙ্কের জরিমানা। আলোচিত এ ঘটনা নিয়েই নির্মিত হয়েছে নেটফ্লিক্সের সিরিজটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও