![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/blackpink-world-tour-080225-02-1738987808.jpg)
ব্ল্যাকপিংক যাচ্ছে বিশ্বভ্রমণে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১
দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিংকের’ ভক্ত ‘ব্লিংকদের' জন্য নতুন এক ঘোষণা এসেছে। চলতি বছরে গান নিয়ে বিশ্বভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাকপিংক।
দ্য কোরিয়া টাইমস লিখেছে, দলটির এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট এক টিজার ভিডিও প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এটিই হতে যাচ্ছে ব্ল্যাকপিংকের প্রথম সবচেয়ে বড় ভ্রমণ। তবে এখনই সফর শুরুর নির্দিষ্ট তারিখ ও গন্তব্য প্রকাশ করেনি তারা।
- ট্যাগ:
- বিনোদন
- ব্যান্ড দল