টাকার ধর্মই হচ্ছে অধিক মুনাফার দিকে ধাবিত হওয়া

ইত্তেফাক এম এ খালেক প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১৫:৫৬

অর্থনীতির কিছু ব্যতিক্রমী স্বভাব আছে। একবার কোনো এক দেশের বাজারে ময়লা ও ছেঁড়া টাকার উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি পেলে রাজা খুবই শঙ্কিত হয়ে পড়েন। রাজা তার সুনাম বজায় রাখার জন্য সাধারণ মানুষের হাতে পরিষ্কার ও ভালো টাকা তুলে দেওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। রাজা মন্ত্রীদের, বিশেষ করে অর্থমন্ত্রীকে নির্দেশ দেন ভালো টাকা বাজারে ছাড়ার জন্য। রাজার নির্দেশে টাকশালে পর্যাপ্ত পরিমাণ নতুন টাকা মুদ্রণ করে তা বাজারে ছাড়া হয়। কিছুদিনের মধ্যেই খবর পাওয়া গেল, বাজারে আগের মতোই ছেঁড়া ও খারাপ টাকার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। রাজা ও মন্ত্রী খু্বই চিন্তায় পড়ে গেলেন।


দেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের এক সভায় আহ্বান করলেন বাজারে ছেঁড়া টাকার উপস্থিতি বৃদ্ধির কারণ খুঁজে বের করার নির্দেশ দেওয়ার জন্য। অর্থনীতিবিদগণ ব্যাপক গবেষণা করে দেখলেন, সাধারণ মানুষ মুদ্রিত নতুন টাকা ব্যাপকভাবে সঞ্চয় করছে। তারা ভালো ও নতুন টাকা নিজেদের কাছে আটকে রেখে খারাপ টাকা বাজারে ছেড়ে দিচ্ছে। ফলে বাজারে নতুন টাকার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না, বরং পুরোনো টাকাই বাজার দখল করে রাখছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও