একসঙ্গে খেলা দেখতে পারবে ১০ লাখ দর্শক

www.ajkerpatrika.com উত্তর কোরিয়া প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১৬:১৯

বর্তমানে আসনসংখ্যা অনুযায়ী বড় স্টেডিয়াম উত্তর কোরিয়ার রংগ্রান্ডো ফার্স্ট মে স্টেডিয়াম, পিয়ংইয়ং। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক স্টেডিয়ামের ছবি ভাইরাল হয়েছে। এর আসনসংখ্যা দেখে যে কারোর চোখ কপালে উঠবে।  একসঙ্গে ১০ লাখ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে। 


ফুটবলের জন্য নির্মিত এই স্টেডিয়ামের স্থপতি আমেরিকান পল ফিফার। শিল্পকর্মটি তিনি ২০০৮ সালের সিডনি ১৬তম বেইনন্যাল প্রতিযোগিতার জন্য নকশা করেছিলেন। তখন তিনি ভবিষ্যৎ ভাস্কর্যের এই নকশা করেছিলেন সিডনির অলিম্পিক স্টেডিয়ামে অনুপ্রাণিত হয়ে। আট মিটার ব্যাস ও বৃত্তাকার মডেলের আদলে তৈরি স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের আসন ছিল। যদি স্কেল অনুযায়ী করা যায় তাহলে ১০ লাখ দর্শক বসতে পারবে। 


শিল্পকর্মটিকে ‘ভিট্রুভিয়ান ফিগার’ নাম দেওয়া হয়েছে। ১০ ফুট মডেলের স্টেডিয়ামটি বাস্তবে কল্পনা করা অসম্ভব। খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দীর রোমান স্থপতি ভিট্রুভিয়াসের আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানিয়ে নামটি দেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও