বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা ফিফার
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের আর্থিক জরিমানা করেছে ফিফা। গত অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে মোট ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা।
ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনে বাংলাদেশের যে তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনা উঠে এসেছে, তার দুটি ছিল ঢাকায়, একটি মালদ্বীপে।
১২ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালেতে প্রথম লেগে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সে ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে বাংলাদেশের বিরুদ্ধে। ফিফার ওয়েবসাইটে প্রকাশিত দলগুলোর শাস্তির বিবরণে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে বলা হয়েছে, ছয় খেলোয়াড় ব্যক্তিগতভাবে শৃঙ্খলা ভেঙেছেন। ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারা ভাঙায় এ ম্যাচে ৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৭০৬ টাকা) জরিমানা করা হয়েছে বাফুফেকে।