মাঠে ফিরছে হকি, খেলবেন জিমিরাও

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭

মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি টার্ফে প্রাণচাঞ্চল্য নেই অনেক দিন। এপ্রিল মাসে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর হকি টার্ফে প্রতিযোগিতামূলক খেলা হয়নি। দীর্ঘ সাত মাস পর বিজয় দিবস হকি দিয়ে খেলা ফিরছে দেশের হকির প্রাণকেন্দ্র মওলানা ভাসানী স্টেডিয়ামে।


৫ আগস্ট পরবর্তী পালাবদলে প্রভাব পড়েছে হকিতেও। ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ আত্মগোপনে। ১৪ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ হকি ফেডারেশনে অ্যাডহক কমিটি প্রদান করেছে। সেই কমিটি বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে মাঠে হকি ফেরানোর চেষ্টা করছে। 'আমাদের লক্ষ্য হকি মাঠে রাখা। সেই লক্ষ্যে বিজয় দিবস দিয়ে শুরু। সামনে অন্যান্য প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা চলছে’, আজ বিকেলে হকি ফেডারেশনে সংবাদ সম্মেলনে বলেন লে কর্ণেল রিয়াজুল হাসান (অব)।


হকি স্টেডিয়ামের অবস্থান দেশের অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানে। বায়ুদূষণ ও দীর্ঘ দিন পদচারণা না থাকায় টার্ফে জমেছিল ময়লা আস্তরণ। অ্যাডহক কমিটির কর্মকর্তাদের ভাষ্য, টার্ফে কয়েক ইঞ্চি ময়লা এবং পাশে ঘাসগুলো বেশ বড় হয়েছিল। এগুলো পরিষ্কার করতেই কয়েক সপ্তাহ সময় লেগেছে তাদের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও