You have reached your daily news limit

Please log in to continue


২২ বছর পর সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত, নতুন আতঙ্ক টিলাধস

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলা। এর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে টিলাধসের ঘটনা। শনিবার (১৮ জুন) বিকালে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের আওতাধীন বিমানবন্দর সড়ক লাগোয়া আবাদানি টিলার কয়েকটি স্থানে ধসের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। 

স্থানীয়রা জানান, দুপুরে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় নগরীসহ আশপাশের এলাকায় বন্যা দেখা দিলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বিকালে টিলাধসের ঘটনা ঘটে। পরে মাটি কাটার মেশিন দিয়ে ধসে যাওয়া টিলার কিছু অংশ কেটে ফেলা হয়। রাত ১০টা পর্যন্ত ধসে পড়া টিলার মাটিগুলো সরানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, বিমানবন্দর সড়কে আবাদানি টিলার কয়েকটি স্থানের মাটি ধসে পড়ে। পরে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। 

এদিকে, গত সোমবার ভোরে জৈন্তাপুরে টিলাধসে শিশুসহ এক পরিবারের চার জন নিহত হয়। সেইসঙ্গে আহত হয়েছেন আরও পাঁচ জন। উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন