![](https://media.priyo.com/img/500x/https://images-bn.thedailystar.net/sites/default/files/styles/very_big_201/public/images/2022/06/18/mahfuz_anam6-01.jpg)
সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতায় নতুন আঘাত
কী দুর্ভাগ্যজনক! সংবাদপত্রের স্বাধীনতায় আবারও হস্তক্ষেপ। দুঃখজনকভাবে এবার হস্তক্ষেপ এসেছে গণমাধ্যমেরই আরেকটি অংশ টেলিভিশন থেকে।
দীর্ঘদিনের রীতি অনুযায়ী অনেকটা ধরেই নেওয়া হয়, গণমাধ্যমগুলো সব সময় একে অন্যের পাশে দাঁড়াবে। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কণ্ঠরোধ কিংবা নিষিদ্ধের চেষ্টা করা হয়, তখন তার প্রতিবাদে গণমাধ্যম সংগঠনগুলো একে অন্যের পাশে দাঁড়ায়।
বর্তমানে আমরা দেখছি, কিছু টেলিভিশন চ্যানেলের মালিক গণমাধ্যমের আরেকটি অংশ সংবাদপত্রকে দুর্বল করার চেষ্টা করছেন। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) তথ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে, সংবাদপত্রগুলো যেন ভিডিও অনুষ্ঠান ও মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রচার করতে না পারে।
অ্যাটকো যে দাবি জানিয়েছে, তা সংবাদপত্র শিল্পের বড় ধরনের ক্ষতি করবে এবং এই খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। ডিজিটাল মাধ্যমে উপস্থিতি ছাড়া আগামী দিনে কোনো সংবাদপত্রের পক্ষে টিকে থাকা সম্ভব নয়।