বাজেটের ৫০ বছর এবং আমাদের বিভাজিত সমাজ-রাজনীতি

www.tbsnews.net মনোয়ারুল হক প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৭:২৭

৭৮৬ কোটি টাকার প্রথম বাজেটের দেশ বাংলাদেশ। সেই দেশটি আজ প্রায় সাত লক্ষ কোটি টাকার বাজেটের দেশে উন্নীত হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে এই অর্থনৈতিক উন্নয়নের পেছনে এই সময়ের শাসনকালের সবারই কিছু না কিছু ভূমিকা আছে। বর্তমান সরকার একনাগাড়ে সাড়ে তেরো বছর ক্ষমতায় আছে। তাদের রাজনৈতিক অনুসারীরা অর্থনৈতিক উন্নয়নের একক দাবিদার হিসেবে নিজেদেরকে বারবার তুলে ধরছে। দলটির ক্ষমতায় আরোহণের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে সামনে দাঁড়িয়েছিল পদ্মা সেতু। ক্ষমতায় আরোহণের প্রথম সময়েই পদ্মা সেতুর বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে অভিযোগ উত্থাপিত হয়েছিল, তা ছিল পদ্মা সেতু বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আন্তর্জাতিক প্রতিবন্ধকতা কাটিয়ে পদ্মা সেতু আজ একটি বাস্তবতা। সেতুটির নির্মাণব্যয় শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে তা নিয়ে যতই মতান্তর থাকুক না কেন এটি একটি বাস্তব কথা, এ ধরনের প্রতিটি বড় প্রকল্পের ব্যয়ের হিসাব আগাম কখনোই সঠিকভাবে নিরূপণ করা সম্ভব না।


পদ্মা সেতু নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলছে বর্তমান সরকার। তথ্য পর্যালোচনা করলে তার দাবির পেছনে বেশ কিছু তথ্য পাওয়া যায়। যেখানে দেখা যায় এ দেশের অভ্যন্তরেই পদ্মা সেতু বাস্তবায়নের প্রশ্নে সামাজিক বিভাজন ছিল। আন্তর্জাতিকভাবে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল পদ্মা সেতু বাস্তবায়নের ক্ষেত্রে, তাদের ইন্ধন জোগাচ্ছিল সমাজের এ অভ্যন্তরীণ শক্তি। সামাজিক বিভাজনের এই শত্রুতার শুরু বহুকাল যাবৎ, এবং তা এখনও অব্যাহত আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও