কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জুলাই থেকে প্রতিদিন কিছু সময় বিশ্রামে থাকবে ঢাকা: মেয়র তাপস

বাংলা ট্রিবিউন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রকাশিত: ১০ জুন ২০২২, ০৯:৩৯

স্কটল্যান্ডের রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর এডিনবরার উদাহরণ টেনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘ঢাকা শহরকে বিশ্রামের সুযোগ দিতে হবে। আগামী ১ জুলাই থেকে রাত ৮টার পর নির্দিষ্ট সময়ের জন্য রেস্তোরাঁসহ অত্যাবশ্যকীয় কিছু ছাড়া সব বন্ধ হয়ে যাবে।’


শুক্রবার (১০ জুন) বিকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটের কেন্দ্রীয় অডিটরিয়ামে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। যৌথভাবে এটির আয়োজন করে বুয়েট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স বা বিআইপি।



ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বিশ্বের অন্যান্য শহর খোলা থাকার একটি নির্দিষ্ট সময়সীমা আছে। কিন্তু ঢাকা শহরের কোনও সময়সীমা নেই, ২৪ ঘণ্টা এই শহরের ওপর অত্যাচার চলে। ঢাকাকেও বিশ্রামের সুযোগ দিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছি, জুলাই থেকে আমরা এটি বাস্তবায়ন করতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও