যে কারণে শেখ হাসিনা 'পল্লী উন্নয়ন পদক' পেলেন?
সিআইআরডিএপি বা সিরডাপ হল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়নের জন্য বাংলাদেশ কেন্দ্রিক আন্ত-রাষ্ট্রীয় সংস্থা যা পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করে। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর দারিদ্র্য বিমোচন এবং পল্লী উন্নয়নে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পল্লী উন্নয়ন পদক প্রদান করে থাকে। এই পদক প্রদানের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্থানীয় পর্যায়ের জনগণের উন্নয়নের জন্য কাজ করবার অনুপ্রেরণা জোগানো হয়। ২০২১ সালের "আজিজুল হক পল্লী উন্নয়ন পদক" পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৯ মে সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই পদক তুলে দেন। অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী!
শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের নিকট থেকে অনেক সম্মানজনক পদক এবং সম্মাননা পেয়েছেন। হয়তো অনেক ক্ষেত্রেই সেগুলো পল্লী উন্নয়ন পদকের চেয়েও সম্মানের। তবে এই পদকটির একটি আলাদা মূল্য রয়েছে। গত সাড়ে তের বছরে বাংলাদেশের তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি যে কাজ করে চলেছেন সেই কাজের স্বীকৃতি অনুযায়ী তাঁকে এই পদকটি প্রদান করা হয়েছে। পদকপ্রাপ্তির পরে স্বাভাবিক ভাবেই তিনি এই পদকটি বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করেছেন।
- ট্যাগ:
- মতামত
- পুরস্কার
- উন্নয়ন
- পল্লী উন্নয়ন
- শেখ হাসিনা