গোপালগঞ্জের সেই ৫৮ ছাত্রী পরীক্ষা দিতে পারেনি

বিডি নিউজ ২৪ গোপালগঞ্জ সদর প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১৮:৫৯

গোপালগঞ্জে শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সেই ৫৮ ছাত্রী অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারেনি।


শনিবার সকালে এই ছাত্রীরা অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নিতে স্কুলে যায়। কিন্তু কর্তৃপক্ষ তাদের পরীক্ষায় নেয়নি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।


খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. মহসিন উদ্দীন স্কুলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেন।


ছয় মাস ধরে ক্লাস করে আসা ৫৮ ছাত্রী সম্প্রতি জানতে পেরেছে তাদের ভর্তি করা হয়নি। অথচ তারা ভর্তি ফি ব্যাংকে জমা দিয়েছে; ক্লাসে হাজিরা দিয়েছে। এই শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ শ্রেণির ১৩ জন, সপ্তম শ্রেণির ১৮জন, অষ্টম শ্রেণির ১৬ জন ও নবম শ্রেণির রয়েছে ১১ জন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও