আন্দোলন সামলাতেই বেশি ব্যস্ততা, ৭ মাসে হত্যা-ডাকাতিসহ ১০৪০ মামলা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪০

ঘটনাটি গত ২৮ জুনের। লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে অসুস্থ ছেলে নাঈম হোসেনের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন সৌদিপ্রবাসী মনির হোসেন ও স্বপ্না আক্তার দম্পতি। রাত কাটানোর জন্য তারা উঠেছিলেন মগবাজারের একটি আবাসিক হোটেলে। রাতে যথারীতি খাবার খেয়ে তিনজন শুয়ে পড়েন। পরদিন হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। অভিযোগ ওঠে, মনিরের সম্পদ হাতিয়ে নিতে খাবারে বিষাক্ত পদার্থ মিশিয়ে তাদের হত্যা করা হয়।


গত ৮ অক্টোবর মালিবাগের ফরচুন শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ থেকে অভিনব পন্থায় প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। সিসিটিভি ফুটেজে বোরকা পরা দুই ব্যক্তিকে তালা কেটে দোকানে প্রবেশ করে চুরি করতে দেখা যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার জব্দ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।


দুটি ঘটনাই ঘটেছে ডিএমপির ছয়টি থানা নিয়ে গঠিত রমনা বিভাগের মধ্যে। সেখানে প্রায়ই ঘটছে হত্যা, চুরি, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, শিশু নির্যাতন, অপহরণসহ বিভিন্ন অপরাধ।


প্রধান উপদেষ্টার বাসভবন, সচিবালয়, সুপ্রিম কোর্টসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান এই রমনা বিভাগে। গত বছরের ৮ অক্টোবর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিয়মিত একের পর আন্দোলন হচ্ছে এই বিভাগে। ঘটছে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও