পাবনায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩

বিডি নিউজ ২৪ পাবনা সদর প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪১

পাবনায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীসহ তিন জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও দুজন।


রোববার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান।


নিহতরা হলেন- পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবু তোহা ও ভ্যানের চালক আকরাম হোসেন।


ওসি আব্দুস সালাম বলেন, “সকালে একটি অটোরিকশা ভ্যানে করে কয়েকজন শিক্ষার্থী পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিল। পথে বাঁশবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়।


“এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।”


তিনি বলেন, “দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুদ্ধ লোকজন পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও