এটা দুর্ঘটনা নয় হত্যা, টাকা-চাকরি দিয়ে ক্ষতিপূরণ হবে না: মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে নিহতের স্ত্রী

ডেইলি স্টার প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ২১:১০

'এটা দুর্ঘটনা নয়, হত্যা। এটা মেট্রোরেল কর্তৃপক্ষের অবহেলা। টাকা বা চাকরি দিয়ে ক্ষতিপূরণ হবে না। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবহেলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।'


রাজধানীর তেজগাঁও থানা থেকে দ্য ডেইলি স্টারকে কথাগুলো বলেন ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের (৩৫) স্ত্রী আইরিন আক্তার।


তিনি আরও বলেন, আমার ছেলেটার বয়স ৪ বছর, মেয়ের ৩ বছর। বাচ্চা দুটি তাদের বাবাকে হারাল। সেটার ক্ষতিপূরণ কীভাবে হবে?


তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার হোসেন জানান, নিহত আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া ‍উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চকদারের ছেলে। উত্তরায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন তিনি।


আবুল কালামের শ্যালক সোহাগ আহমেদ বলেন, 'আবুল কালামের বাসা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায়। সেখানে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও