তামাকপণ্যে কর বাড়ালে রাজস্ব বাড়বে

বাংলা ট্রিবিউন ডা: মো. হাবিবে মিল্লাত প্রকাশিত: ৩১ মে ২০২২, ১৫:১৪

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। এবারের প্রতিপাদ্যের সঙ্গে পরিবেশ দূষণ প্রতিরোধের সম্পর্ক রয়েছে। পাশাপাশি, পরিবেশের সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রত্যক্ষভাবে সম্পর্কিত। যে কারণে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জাতীয় উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।


একটি দেশকে তামাকমুক্ত করতে নানান পথ অবলম্বন করা যেতে পারে। তবে কর বৃদ্ধি সম্ভবত সবচেয়ে কার্যকরী পদ্ধতি। বিষয়টি আন্তর্জাতিকভাবেও প্রমাণিত। বিভিন্ন সময়ে, বিভিন্ন দেশ এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে কার্যকর ফল পেয়েছে। যুগোপযোগী ও কার্যকর কর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে, সরকার তামাক খাত থেকে পেতে পারে ৯ হাজার ২০০ কোটি টাকার বাড়তি রাজস্ব। ফলে জাতীয় উন্নয়ন তো বটেই, তামাক ব্যবহারকারীর সংখ্যা কমে গিয়ে বছরে তামাকের কারণে মৃত্যু হওয়া ১ লাখ ৬১ হাজারের গ্রাফটাও নিম্নগামী করানোর সুযোগ থাকে। তাতে জনস্বাস্থ্য সুরক্ষায় আমরা কিছুটা স্বস্তি পাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও