যেখানে ইতিহাস জরুরি

www.ajkerpatrika.com জাহীদ রেজা নূর প্রকাশিত: ৩০ মে ২০২২, ১৯:৪০

বেশ কিছুকাল আগের কথা। আমাদের ইতিহাস সম্পর্কে স্কুলের শিক্ষার্থীরা কতটা জানে, এ রকম একটি প্রশ্ন নিয়ে কেউ কেউ গিয়েছিল বিভিন্ন স্কুলে। পড়ুয়ারা চমকে দিয়েছিল তাদের স্বাধীন উত্তর দিয়ে। স্বাধীন দেশে বসবাস করে বলে ইতিহাস জ্ঞানেও তারা নিয়েছিল স্বাধীনতা। ফলে তাদের উত্তরে ১৪ ডিসেম্বর যদি হয়ে যায় শহীদ দিবস, ২৬ মার্চ হয়ে যায় বিজয় দিবস আর ১৬ ডিসেম্বর হয়ে যায় স্বাধীনতা দিবস, তাহলে অবাক হওয়ার কিছু নেই। শিশুরা জানে না, নাকি তাদের জানানোর কোনো উপায় নেই, সেটাই বিবেচ্য।


কেন এই অসময়ে এ প্রসঙ্গটি নিয়ে কথা বলছি? বলছি এ কারণে যে, পুরো শিক্ষাব্যবস্থার মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা নিয়ে যে সংকটটি সৃষ্টি হয়েছে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সময় পেরিয়ে গেছে বহু আগেই। এই অবিশ্বাস্য ইতিহাসবিমুখতা আমাদের টনক নড়ায়নি। আমরা এতটাই পুঁথিগত বিদ্যার মধ্যে নিজেদের সঁপে দিয়েছি এবং সেই বিদ্যার সব কৃতিত্ব অর্পণ করেছি কোচিং সেন্টার বা নোটবুকের ওপর যে, এ রকম একটি জরুরি বিষয়ে কথা বলাটাও এখন উলু বনে মুক্তো ছড়ানোর মতো হয়ে যাবে কি না, সে চিন্তায় আছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও