কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘গুম’ সংক্রান্ত সরকারি প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করা হচ্ছে

ডেইলি স্টার সম্পাদকীয় প্রকাশিত: ৩০ মে ২০২২, ১৪:১৩

দেশে 'গুমের' ঘটনায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ওয়ার্কিং গ্রুপের প্রশ্নে এই প্রথম সাড়া দিয়েছে সরকার। আমরা সরকারের এ সাড়াদানের প্রশংসা করছি। কিন্তু এই গুরুতর বিষয়ে সরকার প্রতিক্রিয়া জানাতে এত সময় নেওয়ায় আমরা হতাশও বটে।


সরকারের এ ধরনের উদাসীনতা একদিকে যেমন উদ্বেগ বাড়ায়, অন্যদিকে দেশের ভাবমূর্তির জন্যও তা অত্যন্ত ক্ষতিকর। এ ছাড়া, মানবাধিকার, আইনের শাসন ও সরকারের বিভিন্ন সংস্থার জবাবদিহিতার বিষয়ে সরকার কতটা গুরুত্ব দেয়, সে সম্পর্কেও এটি অশুভ বার্তা দেয়।


আরও উদ্বেগের বিষয় এই যে, ইউএনএইচআরসি ইতোমধ্যেই বলেছে, সরকারের দেওয়া তথ্য অপর্যাপ্ত। সরকারি প্রতিবেদনে উল্লেখ করা ৭৬টি 'গুমের' ঘটনার মধ্যে ৬৬টির তথ্য অপর্যাপ্ত বলে জানিয়েছে ওয়ার্কিং গ্রুপ।


জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রশ্নের জবাব তৈরি করতে সরকারের যখন এত সময় লেগেছে এবং 'গুমের' ঘটনায় সরকারকে যখন নিন্দার মুখে পড়তে হয়েছে, তখন সংশ্লিষ্টদের অবশ্যই উচিত ছিল আরও যত্নের সঙ্গে প্রতিবেদনটি তৈরি করা। কিন্তু দুর্ভাগ্য এই যে, 'গুম' সংক্রান্ত বিষয়ে এ ধরনের আচরণ যেন সরকারের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও