পদ্মায় পানি বৃদ্ধি, ফরিদপুরে তলিয়ে গেছে ৯৫ হেক্টর জমির ফসল
গত এক সপ্তাহে পদ্মায় গোয়ালন্দ পয়েন্টে পানি বেড়েছে ২ দশমিক ১১ মিটার। আকস্মিকভাবে পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুরের অন্তত ৯৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় কৃষককে জমি থেকে পাকা-আধা পাকা ইরি ধান ও বাদাম কেটে ফেলতে হচ্ছে।
আজ সোমবার গোয়ালন্দ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের গেজ লিডার মো. ইদ্রিস মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি গত ১৯ মে ২৪ ঘণ্টার ব্যবধানে বৃদ্ধি পায় ৮০ সেন্টিমিটার, ২০ মে বৃদ্ধি পায় ৪৬ সেন্টিমিটার, ২১ মে বৃদ্ধি পায় ২৪ সেন্টিমিটার ও গতকাল বৃদ্ধি পায় ১১ সেন্টিমিটার।
পানি বেড়ে যাওয়া সবচেয়ে বেশি ফসলি জমি ডুবেছে চরভদ্রাসন উপজেলায়। এই উপজেলার ৪টি ইউনিয়নে ৫১ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে ১৭ হেক্টর জমির চীনা বাদাম, ৭ হেক্টর বোরো ধান ও ১১ হেক্টর বোনা আউশ, ৮ হেক্টর ভূট্টা ও ৮ হেক্টর জমির তিল ডুবে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফসলডুবি
- নদীর পানি বৃদ্ধি