কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেত্রকোনায় ৫০০ হেক্টর জমির বোরো ধান পানির নিচে

ঢাকা পোষ্ট নেত্রকোনা প্রকাশিত: ২২ মে ২০২২, ১৬:৩৪

গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নেত্রকোনায় তলিয়ে গেছে অন্তত ৫০০ হেক্টর জমির পাকা বোরো ধান। পানিতে নিমজ্জিত এসব ধান উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন স্থানীয় কৃষকরা। কিন্তু শ্রমিক-সংকটের কারণে তারা পড়েছেন চরম বেকায়দায়।


এদিকে জেলার সোমেশ্বরী, কংস, ধনু ও উব্ধাখালী নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাসহ জেলার বাসিন্দারা।


রোববার (২২ মে) দুপুর পর্যন্ত জেলার কলমাকান্দা উপজেলার উব্ধাখালী নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে নিশ্চিত করে জানান পানি উন্নয়ন বোর্ডের কলমাকান্দার পরিমাপক মোবারক হোসেন।


এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢলের পানিতে জেলায় মোট ৫০০ হেক্টরের মতো জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হওয়ার কথা স্বীকার করলেও ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, তলিয়ে যাওয়া বোরো ধানের জমির পরিমাণ কয়েক গুণ বেশি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও