ডুবে গেছে দৌলতদিয়া ফেরিঘাট, পারাপারের অপেক্ষায় শতাধিক যান
হঠাৎ করেই পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সচল থাকা ৫টি ফেরি ঘাটের মধ্যে দুটি ফেরি ঘাট তলিয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এ করণে দৌলতদিয়া প্রান্তে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
দৌলতদিয়ার ৭টি ফেরি ঘাটের মধ্যে আগে থেকেই দুটি ফেরি ঘাট বন্ধ রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরো ২টি ফেরি ঘাট বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাট অভিমুখে আটকা পড়েছে নদী পারের অপেক্ষায় থাকা শত শত যানবাহন। শুক্রবার দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, হঠাৎ করে পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৪ ও ৫ নম্বর ঘাটের পন্টুনের উপর পানি উঠতে শুরু করে। বর্তমানে ঘাট দুটির সংযোগ সড়কসহ পন্টুনের এক-তৃতীয়াংশ পানির নিচে রয়েছে। তাই ওই ঘাট দুটি দিয়ে সব ধরণের যানবাহন ফেরিতে ওঠানামা বন্ধ রাখা হয়েছে।