কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভুয়া অ্যাকাউন্টের অজুহাতে টুইটারের দাম কমাচ্ছেন মাস্ক?

সমকাল প্রকাশিত: ১৯ মে ২০২২, ১২:০৭

টুইটার কেনার জন্য প্রস্তাবিত দাম কমাতে পারেন ইলন মাস্ক। প্ল্যাটফর্মটিতে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কোম্পানির নিজস্ব হিসাবের অন্তত চার গুণ হতে পারে এমন অজুহাতে প্ল্যাটফর্মটির দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন বিশ্বসেরা এ ধনকুবের। টুইটারের নিজস্ব হিসাব মতে, প্ল্যাটফর্মটিতে ভুয়া অ্যাকাউন্ট ৫ শতাংশের বেশি নয়। তবে মাস্কের ধারণা, টুইটারের মোট অ্যাকাউন্ট সংখ্যার ২০ শতাংশই ভুয়া। বিশ্নেষকরা ধারণা করছেন, টুইটারের সক্রিয় ব্যবহারকারীদের মধ্যে ৯ থেকে ১৫ শতাংশ বট অ্যাকাউন্ট (ভুয়া) হতে পারে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে 'অল-ইন সামিট ২০২২' শীর্ষক সম্মেলনে মাস্ক বলেছেন, আমি যত বেশি প্রশ্ন করছি, আমার শঙ্কা তত বাড়ছে। 'তারা (টুইটার কর্তৃপক্ষ) যা দাবি করছে, তার চেয়েও খারাপ কিছুর জন্য আপনি একই দাম দিতে পারেন না। গত শুক্রবারই স্প্যাম আর ভুয়া অ্যাকাউন্টের সঠিক হিসাবের অপেক্ষায় ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তি 'সাময়িকভাবে স্থগিত' ঘোষণা করেছেন মাস্ক। প্রস্তাবিত দামের চেয়ে কমে আদৌ টুইটার অধিগ্রহণ সম্ভব কিনা- এমন প্রশ্নের উত্তরে মাস্ক বলেন, 'সেটাও প্রশ্নের বাইরে নয়।'


মাস্ক বলেন, টুইটার কর্তৃপক্ষ দাবি করছে তারা একটি জটিল গবেষণা পদ্ধতি ব্যবহার করে যা কেবল তারাই বোঝে। অন্যরা বোঝে না এরকম হিসাব সত্যিই রহস্যময়। অধিগ্রহণ নিয়ে মাস্কের এমন বক্তব্যের পর শেয়ারবাজারে টুইটারের শেয়ারের দাম ৩৮ ডলারের নিচে নেমে গেছে। গত এপ্রিল মাসে মাস্ক টুইটারের ৯ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেওয়ার আগেই যে দাম ছিল, এটি তার চেয়েও কম। মূলত এমন বক্তব্যের পর মাস্ক আদৌ প্রস্তাবিত মূল্যে টুইটার কিনবেন কিনা, এ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। আর এতে করেই শেয়ারের দাম পড়ছে টুইটারের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও