কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘টাকা রফতানি’তে সরকারি প্রণোদনা

বাংলা ট্রিবিউন রুমিন ফারহানা প্রকাশিত: ১৮ মে ২০২২, ১৮:৪৬

টাকা পাচার কারা করে? কেন দেশ থেকে টাকা পাচার হয়? টাকা পাচার রোধে আইনটাই বা কী? সেই আইনের প্রয়োগই বা কতটুকু? টাকা পাচার বন্ধে সরকার কি আদৌ আন্তরিক? যদি সত্যিকার অর্থেই সরকার ব্যবস্থা নিতো তাহলে প্রতি বছর এত টাকা পাচার হয় কী করে? এই প্রশ্নগুলো উঠেছিল গত বছর সংসদ অধিবেশনে, অর্থমন্ত্রীর উপস্থিতিতে। টাকা পাচারের সঙ্গে কারা জড়িত এই প্রশ্ন তোলার সাথে সাথেই অর্থমন্ত্রী পরিষ্কার বলেছিলেন, কারা টাকা পাচার করে সেই তথ্য তার কাছে নেই। এখানেই শেষ নয়। তিনি একধাপ এগিয়ে বিরোধী দলের সদস্যদের কাছে নামও চেয়েছিলেন টাকা পাচারকারীদের।


অর্থমন্ত্রী যখন টাকা পাচারকারী খুঁজে বেড়াচ্ছেন তার ঠিক কিছু দিন আগেই মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে টাকা পাচারকারীদের মধ্যে রাজনীতিবিদদের চেয়ে আমলা আর ব্যবসায়ীর সংখ্যাই বেশি। কানাডার বেগমপাড়ায় গোপন জরিপ চালিয়ে দেখা গেছে, ২৮টি পরিবারের মধ্যে কেবল ৪টি রাজনীতিবিদ, বাকি ২৪টি আমলা আর ব্যবসায়ী। তাই বিরোধী দলের কাছে পাচারকারীদের নাম না খুঁজে নিজ সহকর্মীর কাছে খুঁজলেই অন্তত ২৮টি নাম পেতে পারতেন অর্থমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও