সেফটি পিনকে খুব বেশি বিশ্বাস করবেন না, যে কোনও অনুষ্ঠানে এটি প্রতারণা করতে পারে সহজেই
eisamay.com
প্রকাশিত: ১৭ মে ২০২২, ১৭:৪১
আপনিও কি সেই মহিলাদের মধ্যে এক জন, যাঁরা মনে করেন যে, একটি সেফটি পিন থাকলে সব কিছুই নিরাপদ? যদি হ্যাঁ হয়, তবে এ বার আপনার চিন্তাভাবনা অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা আপনাকে বলেই রাখি যে, এখানে নিরাপদ মানে জামাকাপড় সঠিক জায়গায় রাখা বা দুটি প্রান্ত সংযুক্ত রাখার কথাই বলা হচ্ছে।
এর জন্য সাধারণত সেফটি পিন ব্যবহার করা হয়। তবে যে কোনও পরিস্থিতিতে এটি অকেজো প্রমাণিত হতে পারে। তাই কোনও সেফটি পিনের উপরে ভরসা করার আগে কোন কোন জিনিসগুলো জেনে নেওয়া বেশি জরুরি? এ বার চোখ ফেরানো যাক সেই দিকেই।
- ট্যাগ:
- লাইফ
- ব্লাউজের ফ্যাশন
- ব্লাউজ
- সেফটিপিন