মহামারীর মধ্যে চেনারূপে ফেরা ঈদের জামাতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান এসেছে।
মঙ্গলবার ঢাকায় জাতীয় ঈদগাহে নামাজের আগে বক্তব্যে এই আহ্বান জানান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
দেশের প্রধান ঈদ জামাতের ইমাম রুহুল আমিন বলেন, “এ দেশ শান্তি সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করে।
“শান্তি-সম্প্রীতি নষ্ট হয়, আমরা এমন উস্কানিমূলক বক্তব্য পরিহার করব। এধরনের বক্তব্য দেব না।”
করোনাভাইরাস মহামারীর দুঃসহ স্মৃতি পেরিয়ে এবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এসেছে চেনারূপে, আনন্দের উপলক্ষ হয়ে।
মহামারীতে রঙ হারানো এই উৎসবে গত দুই বছর জাতীয় ঈদগাহে জামাত হয়নি। মসজিদে ঈদ জামাত হলেও বিধি-নিষেধের বেড়াজালে কোলাকুলির মতো চেনা দৃশ্যও স্বাস্থ্যবিধির তোড়ে গিয়েছিল হারিয়ে।