You have reached your daily news limit

Please log in to continue


ঈদযাত্রা: স্পিডবোট-লঞ্চে ৪৫ ঘণ্টায় ৩ লাখ ৫ হাজার মানুষের পদ্মা পাড়ি

ঈদযাত্রায় ৪৫ ঘণ্টায় শিমুলিয়া ঘাট দিয়ে পদ্মা পাড়ি দিয়েছেন প্রায় ৩ লাখ ৫ হাজার ঘরমুখো মানুষ।

বিআইডব্লিউটিএ শিমুলিয়াঘাট সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ১৫৫টি স্পিডবোট ও ৮৬টি লঞ্চের মাধ্যমে ৩ লাখ ৫ হাজার ঘরমুখো মানুষ পদ্মা পার হন।

সূত্রে জানা যায়, রবিবার ১৬ ঘণ্টা ১০ মিনিট স্পিডবোট ও লঞ্চ চালু ছিল। এ সময় ১ লাখ ১০ হাজার মানুষ পদ্মা পার হয়। শনিবার চালু ছিল ১৪ ঘণ্টা ৩০ মিনিট। সেদিন পদ্মা পার হন ৮৫ হাজার জন। শুক্রবার ১৫ ঘণ্টা চলাচল করে স্পিডবোট ও লঞ্চে মোট ১ লাখ ১০ হাজার জন পদ্মা পার হয়েছিলেন।

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন জানান, রবিবার ভোর ৫টা ৫০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চগুলো মোট ৩৭২টি ট্রিপ দিয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন জানান, রবিবার এ ঘাট ব্যবহার করে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ৪ হাজার মোটরসাইকেল পদ্মা পার হয়। এছাড়া, দেড় হাজার ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস ফেরির মাধ্যমে পার হয়েছে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন