শিমুলিয়ায় এক ঘাট দিয়ে শুধু মোটরসাইকেল পারাপার

ডেইলি বাংলাদেশ শিমুলিয়া ফেরিঘাট প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ১৩:১৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে সকাল থেকে শত শত মোটরসাইকেল এ ঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছে। সকাল সোয়া ১০ পর্যন্ত ১ নম্বর ফেরিঘাটের এ ঘাট দিয়ে ৭টি ফেরি শুধু মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেছে। এর পরেও মোটরসাইকেলের জ্যাম কমেনি। এ কারণে বিশৃঙ্খলা এড়াতে একটি ঘাটই বরাদ্দ করা হয়েছে শুধু মোটরসাইকেল পারাপারে।


সরেজমিনে দেখা গেছে, ১ নম্বর ফেরিঘাট দিয়ে শুধু মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। এতে যানবাহন পারপার সহজ হয়েছে। ঘাটে গাড়িগুলোকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। সকাল সোয়া ১০টা পর্যন্ত ৭টি ফেরি এ ঘাট থেকে শুধু মোটরসাইকেল নিয়ে ছেড়ে গেছে। এরপরও মোটরসাইকেলের সারি কমছে না। বরং ঢাকা থেকে নতুন করে মোটরসাইকেল এসে যোগ হচ্ছে এ ঘাটে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও